
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও এডুকেটর রবিনরাফানের নতুন বই “এআই কন্টেন্ট, প্রম্পট থেকে ইনকাম” প্রকাশের অল্প সময়ের মধ্যেই বেস্টসেলার হয়ে উঠেছে। বইটিতে গুগল ভিও ৩ এবং কনটেন্ট ক্রিয়েশনে এআই-এর ব্যবহার নিয়ে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিপ্লব ঘটাচ্ছে।
বর্ষাদুপুর পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি দেশের প্রথম গুগল জেমিনি ভিও ৩ নিয়ে লেখা বই হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকাশক মাশফিক তানময় বলেন, “রবিনরাফানের এই কালার বইটি কনটেন্ট ক্রিয়েশনে নতুন দিগন্ত উন্মোচন করবে।” পাঠকদের চাহিদায় দ্রুত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, যাতে নতুন কেস স্টাডি ও উন্নত এআই প্রম্পট যোগ করা হয়েছে।
বইসদাই ডট কমের মার্কেটিং ম্যানেজার জানান, “প্রিন্ট বইয়ের এমন চাহিদা আমাদের মুগ্ধ করেছে। প্রতিদিন অসংখ্য অর্ডার প্রমাণ করে পাঠকদের আগ্রহ।”
রবিনরাফান দীর্ঘদিন ধরে তার রবিন রাফান একাডেমী এবং কন্টেন্ট ক্রিয়েটর দের জন্যে এআই মাস্টার ক্লাস এর মাধ্যমে হাজারো কনটেন্ট ক্রিয়েটরকে প্রশিক্ষণ দিয়ে আসছেন বিশ্বব্যাপী। তিনি বলেন, “এআই ক্রিয়েটরদের প্রতিস্থাপন করতে আসেনি, বরং তাদের সৃজনশীলতাকে বহুগুণ বাড়িয়ে তুলতে এসেছে। আমার বইটির মূল উদ্দেশ্য হচ্ছে—যে কেউ, হোক সে নতুন বা অভিজ্ঞ, এআই-কে ব্যবহার করে নিজের কনটেন্ট ক্রিয়েশনের মান এক ধাপ উপরে নিয়ে যেতে পারুক।”
এত দ্রুত সাফল্য ও দ্বিতীয় সংস্করণ প্রকাশের মাধ্যমে বইটি ইতোমধ্যেই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অপরিহার্য গাইড হিসেবে জায়গা করে নিয়েছে।
Comments