Image description

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মতিয়ার রহমান (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মোকামতলা মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে মীর এন্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মতিয়ার রংপুর জেলার কোতয়ালী উপজেলার মৌভাষা গুলাই বুদাই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম বগুড়া-রংপুর মহাসড়কে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মতিয়ারের কাছে থাকা একটি চালের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, “যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মতিয়ারকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, এবং দুপুরের মধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।” তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।