Image description

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা, সীমান্তবর্তী অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপির নাম ব্যবহার করে মাদক, অস্ত্র ব্যবসা, চুরি ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দৌলতপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরিফ উদ্দিন জুয়েল বলেন, “দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। আমি মাদক ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দৌলতপুর গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে, বুধবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন। আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে ও আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরিফ উদ্দিন জুয়েল।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, হারুনর রশীদ, সোহেল রানা, যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, সেচ্ছাসেবক দলের খালিদ হাচান রবিন, কৃষক দলের আরিফুল ইসলাম নান্নু, তাঁতী দলের রিমন মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৌলতপুরকে অপরাধমুক্ত করতে শরিফ উদ্দিন জুয়েলের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।