Image description

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তথ্য খোঁজা থেকে শুরু করে জটিল সমস্যা সমাধানের জন্য অনেকেই এর উপর নির্ভর করছেন। কিন্তু এআই-এর মাত্রাতিরিক্ত নির্ভরতা কতটা ভয়াবহ হতে পারে তার এক দৃষ্টান্ত সম্প্রতি সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটি-এর ভুল পরামর্শ মেনে চলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। অতিরিক্ত সোডিয়াম ব্রোমাইড সেবনের কারণে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিবেদন অনুযায়ী, ৬০ বছর বয়সী ওই ব্যক্তি খাবারের অতিরিক্ত লবণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং এর বিকল্প খুঁজতে গিয়ে চ্যাটজিপিটি-এর সাহায্য নেন। চ্যাটজিপিটি তাকে সোডিয়াম ক্লোরাইডের (সাধারণ লবণ) নিরাপদ বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেয়। এআই-এর এই ভুল পরামর্শে বিশ্বাস করে তিনি টানা তিন মাস সোডিয়াম ব্রোমাইড সেবন করতে থাকেন যা তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই ব্যক্তির মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, যেমন—তীব্র তৃষ্ণা সত্ত্বেও পানি পান করতে না পারা এবং হ্যালুসিনেশন। প্রথমে চিকিৎসকরা তার মানসিক অসুস্থতার সন্দেহ করলেও পরে অ্যান্টি-সাইকোটিক ওষুধ ও ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর তিনি কিছুটা সুস্থ হন এবং পুরো ঘটনা খুলে বলেন।

চিকিৎসকরা জানান, সোডিয়াম ব্রোমাইড একসময় উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হলেও এর স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগেই ওষুধ হিসেবে এর ব্যবহার বাতিল করা হয়েছে। বর্তমানে এটি কিছু প্রাণীর ওষুধ ও শিল্পজাত পণ্যে ব্যবহৃত হয়। চ্যাটজিপিটি তাকে এর ক্ষতিকর দিক সম্পর্কে কোনো সতর্কবার্তা দেয়নি। দীর্ঘ তিন সপ্তাহ হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এই ঘটনাটি এসিপি জার্নালে প্রকাশিত হয়েছে এবং চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।