
চীনের ফায়ারওয়াল ও ফোন ট্যাপিংয়ের মাধ্যমে পাকিস্তান লাখো মানুষের ফোনে নজরদারি ও ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান অন্তত ৪০ লাখ মোবাইল ফোন একসঙ্গে নজরদারি করতে সক্ষম ‘ল’ফুল ইন্টারসেপ্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস)’ চালু করেছে। এটি চীনের বাইরে সবচেয়ে বড় রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থা।
মঙ্গলবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ওয়েব মনিটরিং সিস্টেম (WMS 2.0) চালু করা হয়েছে, যেটি চীনের তৈরি একটি ইন্টারনেট ফায়ারওয়াল, যা একসঙ্গে ২০ লাখ ওয়েব সেশন ব্লক করতে পারে। এর মাধ্যমে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবেশাধিকার সীমিত বা পুরোপুরি বন্ধ করা হচ্ছে। খবর: রয়টার্সের
এতে বলা হয়, ফায়ারওয়াল ইতিমধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার ওয়েব লিঙ্ক ব্লক করে রেখেছে। ইউটিউব, ফেসবুক, এক্স (টুইটার)-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলে বেশি সীমাবদ্ধ করা হচ্ছে, যেখানে প্রায়ই ইন্টারনেট সংযোগ বন্ধ থাকে।
প্রতিবেদনে বলা হয়, দুটি পর্যবেক্ষণ ব্যবস্থা একসঙ্গে কাজ করে। একটি গোয়েন্দা সংস্থাগুলিকে কল এবং টেক্সট ট্যাপ করতে দেয়, অন্যটি সারা দেশে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ধীর করে দেয় বা ব্লক করে।
অ্যামনেস্টির প্রযুক্তিবিদ জুরে ভ্যান বার্গ রয়টার্সকে বলেন, নজরদারিতে থাকা ফোনের সংখ্যা আরও বেশি হতে পারে কারণ চারটি প্রধান মোবাইল অপারেটরকে এলআইএমএসের সঙ্গে সংযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments