
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার দুপুরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর মধ্যে বিভাজন ঠেকাতে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে।
সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচনে এলডিপি-কোমেইতো জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই দলের মধ্যে বিভাজন নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর জেরে শিগেরু ইশিবার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। যদিও গত সপ্তাহেও তিনি তার পদে থাকার এবং দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দলের প্রবীণ নেতাদের পরামর্শে এবং দলের ঐক্য ধরে রাখার জন্য ইশিবা তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। দলের বেশিরভাগ সদস্যই মনে করেন, তার পদত্যাগ দলের সংহতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।
Comments