
চট্টগ্রামের কর্ণফুলীতে এক যুবদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। তার নাম জাহিদুর রহমান লিটন (৩২)। সে ওই এলাকার মুহাম্মদ আলির ছেলে এবং ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলার জুলধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানু মাতব্বর বাড়ি এলাকায় ঘটনা ঘটে।
কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মুহাম্মদ ওসমান বলেন, ‘শনিবার সকালে কামাল নামে এক ব্যক্তি বিএনপিরকে অশ্লীল ভাষায় গালমন্দ করছিল। এসময় পাশদিয়ে হেঁটে যাচ্ছিলেন আহত জাহিদসহ জুলধা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল কাদের। এসময় কাদের প্রতিবাদ করলে তাদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি সেখানে সমাধা হয়ে যায়। সন্ধ্যায় জাহিদকে একা পেয়ে তারা ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে মারধর করে গুরুত্ব আহত করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘জুলুসের ট্রাককে নিয়ে দুইপক্ষের কথাকাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। এটা কোনো রাজনৈতিক ঘটনা না। দুইপক্ষই আত্মীয় স্বজন বলেও আমরা নিশ্চিত হয়েছি।’
তিনি আরও বলেন, এঘটনা পর্যন্ত কেউ অভিযোগ দিতে থানায় আসেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
Comments