Image description

পটুয়াখালীর কলাপাড়ায় আজ ৭ই সেপ্টেম্বর ২০২৫, আন্তর্জাতিক নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহয়োগিতায় সদস্য সংগঠন প্রান্তজন ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এর আয়োজনে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে শেষ হয়। র‍্যালী শেষে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নুর সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, মোঃ নজরুল ইসলাম এবং প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

জীবনের জন্য নির্মল বায়ু’র প্রয়োজনীয়তা, বিশ্বব্যাপী প্রতিনিয়ত সংঘটিত বায়ুদূষণ, মানবজীবন ও পরিবেশের ওপর বায়ুদূষণের চরম প্রভাব এবং বর্তমান বিশ্বে বায়ুদূষণের মারাত্মক অবস্থা ও এর থেকে আশু উত্তফকরণের পথ প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ শীর্ষক একটি আন্তর্জাতিক দিবস নির্ধারিত করেছে। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৭ সেপ্টেম্বর পৃথিবীব্যাপী উক্ত দিবস প্রতিপালিত হয়।

পথসভা থেকে কয়েটি দাবি তুলে ধরা হয়:-
১. ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার
২. কলাপাড়ায় আশুগঞ্জ কোম্পানির জন্য অধিগ্রহণকৃত জমিতে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে সোলার বিদ্যুৎ কেন্দ্র করতে হবে।
৩. পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৪. পায়রা ১৩২০ তাপবিদ্যুৎ কেন্দ্র (২য় ফেইজ) বাতিল করতে হবে।
৫. ক্লিন এয়ার অ্যাক্ট’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।