Image description

ভারতের উত্তর প্রদেশে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হওয়া ৫২ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করে নিজের বয়স গোপন করেছিলেন এবং পরবর্তীতে প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট মৈনপুরী জেলার একটি গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে দেখা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জানা যায়, নিহত নারী ফারুকাবাদের বাসিন্দা এবং চার সন্তানের জননী।

তদন্তে পুলিশ অরুণ রাজপুত নামে এক যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে অরুণ জানায়, দেড় বছর আগে ইনস্টাগ্রামে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। নারীটি ফিল্টার ব্যবহার করে নিজের বয়স গোপন রাখতেন, ফলে অরুণ তাকে তরুণী ভেবেছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অরুণ দাবি করেন, দেখা করার পর তিনি জানতে পারেন যে তার প্রেমিকার বয়স ৫২ এবং তিনি চার সন্তানের মা।

অরুণের ভাষ্যমতে, ওই নারী তাকে ক্রমাগত বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং তার কাছ থেকে ধার নেওয়া প্রায় দেড় লাখ টাকা ফেরত চাইছিলেন। গত ১০ বা ১১ আগস্ট মৈনপুরীতে দেখা করতে এলে বিয়ের চাপ ও টাকা ফেরত চাওয়ার কারণে অরুণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি রাগের মাথায় ওই নারীর ওড়না দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পুলিশ জানিয়েছে, অরুণ তার অপরাধ স্বীকার করেছেন এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার আরও বিস্তারিত জানতে পুলিশ নিহতের স্বামী এবং অরুণের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে।