Image description

কুড়িগ্রামের চিলমারীতে হরিশ্বর ডারা খালের উপর ৬৪ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ চালুর মাত্র ১০ মাসের মাথায় সংযোগ সড়কের পশ্চিম অংশে ধস নেমেছে। গত বৃহষ্পতিবার (২৮ আগস্ট) ভারী বর্ষণের পর এ ধস দেখা দেয়। ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের নিচের মাটি সরে গিয়ে ইটের সোলিং ভেঙে পড়েছে। ভারী যান চলাচলের কারণে ভাঙা অংশ দ্রুত বড় হচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, “বৃষ্টির পর রাস্তার নিচের মাটি ধসে বড় গর্ত হয়েছে। দ্রুত সংস্কার না করলে বড় বিপদ হতে পারে।” তিনি নির্মাণ কাজে নিম্নমানের অভিযোগও তোলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে শরীফেরহাট–কাশিম বাজার সড়কের এই ব্রীজ নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও গত বছরের নভেম্বর মাসে এটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মেসার্স নুফা-জেডএইচডি-জেভি প্রতিষ্ঠান কাজটি সম্পন্ন করে। চলতি বছরের মে মাসে তাদের চূড়ান্ত বিল প্রদান করা হয়।

তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।

উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, “ভারী বর্ষণে পশ্চিম অংশে কয়েক জায়গায় ভেঙে গেছে। ঠিকাদারকে নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে কেটে রাখা সিকিউরিটি মানি থেকে সংস্কার করা হবে।”