Image description

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। বুধবার  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশেই করানো সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, সে বিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে। তিনি নুরের সুস্থতার জন্য রাজনৈতিক নেতা-কর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানিয়েছেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে নুরসহ চার নেতা-কর্মী আহত হন। এরপর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নুরের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য বিচারপতি আলী রেজার নেতৃত্বে একটি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।