Image description

পাকিস্তানের রাজনীতিতে নতুন এক উত্তেজনা দেখা দিয়েছে। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান তার দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে জাতীয় পরিষদের চারটি স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এই পদক্ষেপকে পিটিআইয়ের চলমান রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। জিও নিউজের প্রতিবেদন অনুসারে, এই নিয়ে এখন পর্যন্ত অন্তত ১৮ জন পিটিআই সাংসদ জাতীয় পরিষদের বিভিন্ন কমিটি থেকে পদত্যাগ করেছেন।

প্রতিবেদন থেকে জানা যায়,  ব্যারিস্টার গহর আলী খান আইন ও বিচার, মানবাধিকার, তথ্যপ্রযুক্তি এবং হাউস বিজনেস অ্যাডভাইজরি কমিটি থেকে পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ৯ মের দাঙ্গার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দলের অনেক নেতাকে অযোগ্য ঘোষণার পর থেকেই পিটিআইয়ের সাংসদরা সংসদীয় কমিটি ছাড়ার প্রক্রিয়া শুরু করেন।

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ মের মামলায় অযোগ্য ঘোষিত তাদের সাংসদদেরই তারা 'প্রকৃত প্রতিনিধি' হিসেবে দাবি করবে এবং সেই আসনগুলোতে আসন্ন উপনির্বাচন বর্জন করবে। এর বিপরীতে, ক্ষমতাসীন জোট পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ঘোষণা করেছে যে, তারা দেশজুড়ে যৌথভাবে উপনির্বাচনে অংশ নেবে। এই রাজনৈতিক টানাপোড়েন পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।