
যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের খতিয়াখালি গ্রামে দিনে-দুপুরে এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ২ যুবককে আটক করে এলাকাবাসী। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয় তাদের। এ ঘটনায় নারীকেও আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, যশোরের কেশবপুর উপজেলার বাউশালা গ্রামের শুকুর আলী গাজীর ছেলে রাসেল (৩০) গাজী এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রিজিয়া গ্রামের প্রান চন্দ্র রায়ের ছেলে প্রবিন রায় (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় শ্রীরামপুর গ্রামের লুৎফর সদ্দারের ছেলে কুদ্দুস সদ্দার ও তার স্ত্রী সীমা দীর্ঘদিন ধরে খতিয়াখালি গ্রামের মৃত রবিউল ইসলাম সাথীর বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। তাদের বাসায় গোপনে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন তারা। এদিন কুদ্দুসের বাসায় মনিরামপুরের রহিম গাজীর মেয়ে তালাক প্রাপ্ত নারী রিনা বেগম (৩৫) সঙ্গে ওই দুই যুবককে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রথমে তাদের গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দিলে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবকদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Comments