
গাজীপুর মহানগরীর পূবাইলে বিশেষ অভিযান পরিচালনা করে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ চেষ্টার মামলার আসামী মোঃ রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (১৯) কে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ ।
পুলিশ জানায়, ভিকটিমের মা তার নাবালিকা মেয়ে (১৪)-এর বিরুদ্ধে আসামীর অনৈতিক আচরণের অভিযোগে মামলা দায়ের করেন। জানা যায়, আসামী রিয়াজুল ইসলাম (হৃদয়), ভোলা জেলার দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন করমতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ভিকটিমের পরিবারের অভিযোগ, আসামী হৃদয় আমাদের মেয়ের সাথে সম্পর্কের সুযোগ নিয়ে অনৈতিক আচরণ করার চেষ্টা চালায়। এর সূত্র ধরে গত ১৩ জুলাই ২০২৫ তারিখ দুপুরে হৃদয় কৌশলে তাকে কুদাব সিঙ্গারটেক এলাকায় বান্ধবী আশা মণির ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং সালোয়ার-কামিজ খুলে ধর্ষণের চেষ্টা চালায়।
প্রথমে লজ্জা ও ভয়ে ভিকটিম ঘটনাটি গোপন রাখলেও পরবর্তীতে আসামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং অবশেষে মায়ের কাছে ঘটনার কথা খুলে বলে। পরে বাদীনি মায়া বেগম পূবাইল থানায় এসে মামলা দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে পূবাইল থানায় ধর্ষণ চেষ্টা মামলা রুজু করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিটে করমতলা এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments