Image description

আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজ খেলতে না পারলেও এশিয়া কাপের দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা । অন্যদিকে দলটির নেতৃত্বে রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা।

এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা গ্রুপ ‘বি’-তে রয়েছে। তাদের প্রতিপক্ষ হলো বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। আগামী ১৩ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েল্লালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।