Image description

গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও ২ কোটি ৩৬ লাখ ডলার (২৩.৬ মিলিয়ন) আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। রোববার কুয়ালালামপুরের ঐতিহাসিক মারদেকা স্কয়ারে আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে হাজার হাজার মালয়েশিয়ান এই সমাবেশে অংশ নিয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের কার্যকলাপের তীব্র নিন্দা জানান। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নিষ্ঠুর’ ও ‘উন্মাদ’ হিসেবে আখ্যা দেন, কারণ তিনি গাজায় নিরপরাধ শিশুদের ওপর বর্বরতা চালাচ্ছেন। এই সমাবেশে নারী, পুরুষ ও শিশুরা ‘গাজার পক্ষে’ এবং ‘ইসরায়েলবিরোধী’ স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে অংশ নেয়।

‘মাই মালয়েশিয়া উইথ গাজা’ শিরোনামে অনুষ্ঠিত এই সমাবেশ ছিল ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলা তিন দিনব্যাপী ‘সুমুদ নুসান্তারা কার্নিভাল’-এর চূড়ান্ত পর্ব। কার্নিভালে ‘গাজা টাইম টানেল’ অভিজ্ঞতা এবং ফিলিস্তিনিদের সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম ছিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার মুসলিম উম্মাহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে তাদের বর্বরতা বন্ধ হয়। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং বর্তমানে সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।