
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সোমবারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫১ জনের মধ্যে ২৪ জন মানবিক সহায়তা নিতে গিয়ে এবং ৮ জন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে ২৮৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১৫ জন শিশু।
এছাড়া, ইসরায়েলি বাহিনী গত ৬ আগস্ট গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকে জেতুন ও সাবরা মহল্লার এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। টানা গোলাবর্ষণ ও রাস্তা অবরোধের কারণে অধিকাংশ এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, গাজার কোথাও নিরাপদ এলাকা নেই। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবখানেই বেসামরিক মানুষ, ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এবং ত্রাণ শিবির লক্ষ্য করে বোমা হামলা চলছে। ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে সাবরা এলাকায় প্রবেশ করেছে, যা গাজা শহর দখলের একটি প্রচেষ্টা। এর ফলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অঞ্চলটি বর্তমানে বিধ্বস্ত এবং বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
Comments