Image description

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন ‘সোর্স’ আটকের ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের আরেক সহযোগী আবদুর রহিমের নাম উঠে এসেছে। সিএনজি অটোরিকশা চালক রহিম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার লোহারদীঘি এলাকায় রহিমের সিএনজি থেকে ফেনসিডিল নাজিম উদ্দিনের প্রাইভেটকারে তোলা হয়। পরে চুনতি বাজারে গাড়িটি আটক করা হলে রমিজ উদ্দিন, নাজিম উদ্দিন ও তাজুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে। আটককৃতরা জানান, ফেনসিডিলগুলো এসআই কামালের। এ সময় কামাল ও রহিম পালিয়ে যান।

থানার সামনে এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আবদুর রহিম কামালের বিশ্বস্ত সোর্স ছিল। ঘটনার পর থেকে তাকে দেখা যায়নি।” তবে এসআই কামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “রহিম নামে কাউকে চিনি না। আটক তিনজন আমার সোর্স ছিল না। বদলি আমার নিয়মিত কাজের অংশ।”

রহিমের মোবাইল বন্ধ পাওয়া গেছে। স্থানীয়রা মনে করেন, তাকে আটক করলে মাদক কারবারের বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, ঘটনার পর এসআই কামালকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগে তিনি গত এপ্রিলে ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।