Image description

ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার ইউক্রেনের স্বাধীনতা দিবসে তিনি এ ঘোষণা দেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যেহেতু শান্তির ডাক শোনা হয়নি, তাই স্বাধীনতার জন্য যুদ্ধ চালিয়ে যাবে ইউক্রেন।

তিনি বলেন, ‘আমাদের শান্তি দরকার, এমন শান্তি; যেখানে আমাদের ভবিষ্যৎ কেবল আমরাই নির্ধারণ করব। ইউক্রেন ভুক্তভোগী নয়, বরং যোদ্ধা। ইউক্রেন এখনো জয়ী হয়নি, তবে অবশ্যই হেরেও যায়নি।’

ইউক্রেন রাতে রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ করেছে এবং পশ্চিম কুরস্ক অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা করে আগুন দিয়েছে-রাশিয়ার পক্ষে এমন অভিযোগের পর জেলেনস্কির বক্তব্যে এল কড়া হুঁশিয়ারি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। প্রতিরোধের পাশাপাশি রাশিয়াতেও ইউক্রেনের হামলা চলছে।