
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজের ইচ্ছায় নয়, বরং দেশের জনগণের ইচ্ছাতেই সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এটা (সরকারপ্রধানের পদে বসা) আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি।”
দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, অনেক পক্ষ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, “বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
গত ১৫ বছর ধরে দেশের প্রাপ্তবয়স্ক ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে ড. ইউনূস বলেন, “একবার ভাবুন, আপনার ১৮ বছর বয়স হয়েছে আপনি ভোট দিতে আগ্রহী। কিন্তু আপনি সেই সুযোগ কখনো পাননি। কারণ সত্যিকার অর্থে কখনো নির্বাচনই হয়নি। এখন তারা ১৫ বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন।”
প্রসঙ্গত, সম্প্রতি তিন দিনের সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন। সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হয়। এছাড়া মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।
Comments