Image description

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের সরকারি সূত্র ও এনডিটিভি জানিয়েছে, এই ঘটনাটি পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীদের অনুপ্রবেশ চেষ্টার সময় ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ভারতীয় সেনারা তাদের ওপর পাল্টা গুলি চালায়, এতে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়ে মারা যান।

ভারতীয় সূত্রগুলোর দাবি, এটি কোনো সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না, বরং এতে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তা ছিল। যদিও অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে, হামলাকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ভারতীয় সেনাবাহিনী এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে হামলা চালিয়েছিল। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির পর কাশ্মীরের সীমান্তে এটিই প্রথম কোনো বড় ধরনের উত্তেজনার ঘটনা।