Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাকে যুদ্ধ শেষ করার ‘সবচেয়ে ভাল পথ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই অভিযান খুব শিগগিরই শুরু হবে। জেরুজালেমে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য গাজা দখল নয়, বরং তা ‘মুক্ত’ করা।

নেতানিয়াহু অভিযানের সময়সীমা সম্পর্কে বলেন, “খুব শিগগিরই অভিযান এগিয়ে যাবে এবং প্রথম ধাপে একটি নিরাপদ এলাকা গড়ে তোলা হবে।” তিনি গাজায় ত্রাণ সরবরাহ ও বিতরণের জন্য নিরাপদ করিডোর প্রতিষ্ঠাসহ তিন-ধাপের একটি পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজার অনাহার সংক্রান্ত মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু ট্রাম্পের সমর্থনের প্রশংসা করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জিম্মিদের মুক্ত করতে হবে এবং হামাসের গাজায় থাকা উচিত নয়।”

তবে, নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরোধিতা করেছে ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্য, ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় দেশ সতর্ক করে বলেছে, ইসরায়েলের এই পরিকল্পনায় ‘আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি’ রয়েছে। তারা ইসরায়েলকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।