Image description

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অর্থনৈতিক সংকটে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শনিবার (৯ আগস্ট) বিকেলে কেন্দ্রটি দ্রুত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

ব্যবসায়ীরা জানান, গত কয়েক মাস ধরে এখানে পর্যটকদের ভিড়ে জমজমাট ব্যবসা চলছিল। নদের পাড়ে খাবারের দোকান, নৌকা ভ্রমণ, ফটোসেশনসহ নানা সেবা দিয়ে শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু কিছুদিন আগে ছোট নৌকা দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর পর স্থানীয় প্রশাসন পর্যটনকেন্দ্রে নৌভ্রমণসহ সব কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে।

গত ১১ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের দুই বোন- কলেজছাত্রী নীলা আক্তার (১৭) ও নীহা (৯)দক্ষিণ চরটেকিতে নৌকা ডুবে মারা যান। এ ঘটনার পরই নৌযানে পর্যটকদের চলাচল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।

সুরক্ষার ব্যবস্থা জোরদার করে দ্রুত মিনি কক্সবাজার পুনরায় খুলে দেবার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।