যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার ৪৬৬

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত একটি বিক্ষোভ থেকে শনিবার মেট্রোপলিটন পুলিশ অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে। যুক্তরাজ্যের ফিলিস্তিনি অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।
গত জুলাই মাসে যুক্তরাজ্যের আইনপ্রণেতারা 'প্যালেস্টাইন অ্যাকশন' গ্রুপটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেন। এই গ্রুপটি ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে হামলা করে কিছু উড়োজাহাজের ক্ষতি করেছিল। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে 'ডিফেন্ড আওয়ার জুরিস' নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে।
মেট্রোপলিটন পুলিশ তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, বিক্ষোভকারীরা 'প্যালেস্টাইন অ্যাকশন'-এর পক্ষে প্ল্যাকার্ড হাতে নিয়ে সমর্থন জানাচ্ছিল, যার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ৩৬৫ জনকে গ্রেপ্তার করা হয়, এবং পরে এই সংখ্যা ৪৬৬-তে পৌঁছায়। পুলিশের ওপর হামলার অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভকারীরা 'আপনাদের লজ্জা পাওয়া উচিত', 'গাজা থেকে হাত গুটাও' এবং 'আমি গণহত্যার বিরোধী, প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক'—এমন বিভিন্ন স্লোগান দিচ্ছিল। 'প্যালেস্টাইন অ্যাকশন'-এর সদস্য হওয়া যুক্তরাজ্যে এখন একটি অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানানোর অনুমতি পেয়েছেন প্যালেস্টাইন অ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি।
Comments