
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। এটি শুল্ক আরোপের জবাবে দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ। সংশ্লিষ্ট তিন সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর বাতিল করা হয়েছে, যেখানে তিনি জেনারেল ডায়নামিক্সের স্ট্রাইকার কমব্যাট ভেহিকল এবং বোয়িংয়ের পি-৮আই নজরদারি বিমানের মতো গুরুত্বপূর্ণ ক্রয়চুক্তি ঘোষণা করার কথা ছিল। রয়টার্স জানিয়েছে, শুল্ক ও দ্বিপক্ষীয় সম্পর্কের দিকনির্দেশনা পরিষ্কার না হলে এই ক্রয়চুক্তিগুলো আবার শুরু হবে না।
রয়টার্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের জেনারেল ডায়নামিক্স ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার কমব্যাট ভেহিকল, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে থেমে গেছে। এছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি-৮আই নজরদারি বিমান ও সহায়ক সরঞ্জাম কিনতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণার পরিকল্পনাও বাতিল হয়েছে।
যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারত অভিযোগ করছে, তাদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অথচ ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
Comments