
ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এবার রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া অন্যান্য দেশের বিরুদ্ধেও ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই প্রসঙ্গে বিশেষভাবে উঠে এসেছে চীনের নাম।
হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, "মাত্র আট ঘণ্টা হয়েছে। দেখি কী হয়। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।"
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই রাশিয়া থেকে অর্থনৈতিক সম্পর্ক কমানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন মন্তব্য ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে ভারতের রাশিয়ার সঙ্গে চলমান জ্বালানি বাণিজ্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, যা মোট শুল্ককে ৫০ শতাংশে উন্নীত করেছে। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে, যা ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ করে দিয়েছে।
ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভারত এটিকে "অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য" বলে আখ্যা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "আমাদের ক্রয় সিদ্ধান্ত বাজারের বাস্তবতা এবং ১৪০ কোটি ভারতীয়ের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।"
সূত্র: ফায়ারপোস্ট
Comments