Image description

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা এবং জটিল আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে জাপানের সঙ্গে একটি বিশাল বাণিজ্য চুক্তি সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিকে তিনি 'ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি' বলে অভিহিত করেছেন, যা জাপানের পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক উল্লেখযোগ্যভাবে কমাবে।

ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির ফলে জাপানি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে নেমে আসবে। এর আগে জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা চুক্তি না হলে ২৫ শতাংশে উন্নীত হওয়ার কথা ছিল। এই শুল্ক কমানোর ফলে জাপানি পণ্যের জন্য মার্কিন বাজারে প্রবেশ আরও সহজ হবে।

এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে এই বিপুল বিনিয়োগের কথা উল্লেখ করে বলেছেন, "জাপান আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।"

চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল এবং নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও ট্রাম্প উল্লেখ করেছেন। তার মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্রে লাখ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

পরে কংগ্রেস সদস্যদের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান, দুই দেশ আলাস্কার তরল প্রাকৃতিক গ্যাস (LNG) প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করার সিদ্ধান্তেও একমত হয়েছে। তিনি এই চুক্তিকে উভয় পক্ষের জন্য 'চমৎকার' বলে বর্ণনা করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সাংবাদিকদের জানিয়েছেন, তারা বিশ্বাস করেন এই চুক্তি তাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে। তবে তিনি চুক্তির বিস্তারিত পর্যালোচনা করে তবেই পরবর্তী মন্তব্য করবেন। এই চুক্তি যুক্তরাষ্ট্র-জাপান অর্থনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।