
জার্মানির হামবুর্গ শহরের ব্যস্ততম সেন্ট্রাল স্টেশনে শুক্রবার ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ছয়জন গুরুতর আহত। হামলাটি হয়েছে স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে যেখানে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। খবর-রয়টার্স
হামবুর্গ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধারণা গ্রেপ্তার নারী একাই এ হামলার সঙ্গে জড়িত। এ হামলার পেছনে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই বলেই তাদের বিশ্বাস।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ বলেন, ‘হামলাকারী সম্ভবত চরম মানসিক চাপের মধ্যে ছিলেন বলে আমরা মনে করছি। সাংবাদিকদের এমনটাই বলেছেন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ।’
জার্মান রেল পরিচালক ডয়েচে বান জানিয়েছে, ঘটনার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।
Comments