Image description

চট্টগ্রামের কর্ণফুলীতে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে নিউ হাবিবা আইসক্রিম কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার শিকলবাহা ইউনিয়নের আজিজ মার্কেট এলাকায় এ অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।

এসময় তিনি জনস্বার্থ উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই ও থানার পুলিশের সদস্যরা।

আদালত সূত্র জানায়, মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত আইসক্রীম উৎপাদন এবং বিতরণের জন্য জরিমানাসহ ধ্বংস করা হয় দেড় লাখ টাকা মূল্যে তৈরী পণ্য।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বহিরাগতরা লোকালয়ে ভাড়া বাসায় নিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করছিল শিশুদের লোভনীয় আইসক্রিম। তাদের পণ্যে মোড়ানো হচ্ছে নকল বিএসটিআই লোগো আর মোড়ক। শিকলবাহা ইউনিয়নের আলী হোসেন মার্কেট, চৌধুরী মার্কেটসহ বিভিন্ন ভাড়া বাসায় গড়ে উঠেছে এসব কারখানা। সেখান থেকে অনুমোদন ব্যতীত আইসক্রীম উৎপাদন এবং বিতরণ করছেন তারা।