
নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে হারের পর, দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ 'এ' দল। যদিও স্বাগতিকরা জিততে পারেনি, তবে ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড 'এ' দল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ 'এ' দল তাদের প্রথম ইনিংসে ৩৫৭ রান সংগ্রহ করে। জবাবে নিউজিল্যান্ড 'এ' দল ৩৭৯ রান তুলে ২২ রানের লিড নেয়। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে অফ স্পিনার নাঈম হাসান ৪টি উইকেট শিকার করেন।
আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে নিউজিল্যান্ড 'এ' দল ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শুরু করে। কেলি ১৬৭ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেন, আর ম্যাথু বয়লে করেন ৯৯ বলে ৫৮ রান। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও শেষ দিকে ডিন ফক্সক্রফট ৫৬ বলে ২৭ এবং জেডন লেনক্স ৬১ বলে ২০ রান যোগ করেন। অবশেষে ১২৫.২ ওভারে ৩৭৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৪টি উইকেট পান এবং খালেদ আহমেদ নেন ৩টি উইকেট। হাসান মুরাদ ও সাইফ হাসান একটি করে উইকেট শিকার করেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ 'এ' দল ২৯ রানে এনামুল হক বিজয়কে হারায়। এরপর সাইফ হাসান ১৬ রান করে বিদায় নেন। দিন শেষে ২ উইকেটে ৮৭ রান তোলার পর দুই দলের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। জাকির হাসান ৫৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন, আর অমিত অপরাজিত থাকেন ৩৬ বলে ২১ রানে। নিউজিল্যান্ডের হয়ে জাকারি ফুলকস এবং বেন লিস্টার একটি করে উইকেট পান।
Comments