
বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের এই অভিনেতা। শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মায়ানগরীতে।
মুকুলের মৃত্যুর খবর প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। মনোজের মতোই তার বড় ভাই রাহুল দেবের বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
দীপশিখা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মুকুলের একটি পুরোনো ছবি পোস্ট করে লেখেন— "রিপ। মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।"
মুকুল দেব ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী। ছোটপর্দা থেকে বড়পর্দা— সব মাধ্যমেই তার অনায়াস বিচরণ ছিল। ১৯৯৬ সালে 'দস্তক' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি, যেখানে তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল। এই সিনেমা দিয়েই সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনেরও বলিউডে অভিষেক হয়। সালমান খানের সঙ্গে 'জয় হো' সিনেমায় মুকুলের অভিনয় দর্শক-সমালোচকদের নজর কেড়েছিল।
হিন্দি ছাড়াও মুকুল দেব মালয়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমায় অভিনয় করেছেন। একাধিক বাংলা ছবিতে তাকে দেখা গেছে, যার মধ্যে জিৎ অভিনীত 'আওয়ারা', 'বচ্চন', এবং 'সুলতান: দ্য স্যাভিয়ার' উল্লেখযোগ্য।
Comments