
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি বিব্রতকর পরিস্থিতির কথা প্রকাশ করেছেন। একজন ভক্তের পাঠানো আপত্তিকর মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। এই ঘটনায় পিয়ার বুদ্ধিমত্তার প্রশংসা করছেন নেটিজেনরা।
পিয়া জান্নাতুলের ভক্ত দাবি করা ওই ব্যক্তি তার ইনবক্সে আপত্তিকর ভাষায় কিছু মেসেজ পাঠান। মেসেজে তিনি পিয়াকে ব্যক্তিগতভাবে পেতে চান এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। তিনি বলেন, 'আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।' ওই ব্যক্তি আরও লেখেন, 'আমি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই।'
এই আপত্তিকর বার্তার জবাবে পিয়া সরাসরি ওই ব্যক্তিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া তার এই পদক্ষেপ প্রকাশ করার পর থেকেই নেটিজেনরা তাকে সাধুবাদ জানাচ্ছেন।
এই পোস্ট থেকে বোঝা যায়, শুধু পিয়া নয়, অনেক তারকাকেই অনলাইন হয়রানির শিকার হতে হয়। তবে পিয়ার মতো বুদ্ধিদীপ্ত জবাব সব তারকার জন্যই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
Comments