Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। এবার একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে তার নতুন প্রেমের জল্পনা শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।”

পরীমণির এই পোস্টটি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ‘সে আমার’ বলতে তিনি কার কথা ইঙ্গিত করেছেন, তা নিয়ে নানা প্রশ্ন করছেন তারা। মন্তব্যের ঘরে একজন যখন জানতে চান, ‘কে সে?’— তখন পরীমণি মজার ছলে জবাব দেন, “আপনি।” আরেকজন জানতে চান, তার কতজন ‘সে’ লাগে, জবাবে পরীমণি বলেন, “আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।”

নায়িকার এমন রসিকতাপূর্ণ মন্তব্যগুলো তার অনুরাগীরা বেশ উপভোগ করেছেন। যদিও পরীমণি সরাসরি কোনো জবাব দেননি, তবে তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবারও প্রশ্ন তুলে দিয়েছে।

বর্তমানে পরীমণি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এর আগেও সহকর্মী গোলাম হোসেন এবং তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, যা শেষ পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে।