Image description

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী ব্রিজ ঘাট এলাকায় পুলিশ দেখে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জসিম মড়লের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে এবং রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাগলা থানার পুলিশ মুখী ব্রিজ ঘাট এলাকার সূত্রধর বাড়িতে তদন্তে যায়। এ সময় পাশের হিন্দু সম্প্রদায়ের মঠ থেকে জসিম মড়ল, ফাহিম ও সোহেল নামে তিন যুবক পুলিশ দেখে সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, তারা মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিল। পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে জসিম নিখোঁজ হন। জসিম মুখী গ্রামের মৃত হাশেম মড়লের ছেলে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। রোববার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করে দুপুরে লাশ উদ্ধার করা হয়। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুর রহমান বলেন, “সুতিয়া নদী থেকে দুপুরের দিকে লাশ উদ্ধার করা হয়েছে।”

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জানান, “জসিমের লাশ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”