Image description

গাজীপুরের কালীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, সদস্য মো. পনির খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহ্ নেওয়াজ, সদস্য মো. আলমগীর মোল্লা এবং আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও এটিএম কামরুল ইসলাম আইনশৃঙ্খলা, যানজট নিরসন, অবৈধ নদী দখল ও দূষণ রোধ, পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নত করার বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। তিনি বলেন, “আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে কালীগঞ্জে যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও নিয়ম মেনে কাজ করা আমার প্রধান দায়িত্ব। কালীগঞ্জের সমস্যা সমাধান ও সম্ভাবনা কাজে লাগাতে যথাসাধ্য চেষ্টা করব।”

উল্লেখ্য, গত ১৯ আগস্ট পূর্ববর্তী ইউএনও তনিমা আফ্রাদকে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তার স্থলে ২১ আগস্ট ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এটিএম কামরুল ইসলামকে কালীগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।