নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পে জন্মগত বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ মফিজুল সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মফিজুল উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বসবাসকারী ৩৫ বছর বয়সী এক সন্তানের জননী বাকপ্রতিবন্ধী নারী মেহেরুন্নেসার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে মফিজুল। ওই নারী জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারেন না, তবে ইশারা-ইঙ্গিতে কথা বোঝাতে পারেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ ঘটনায় রবিবার (৩১ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ অভিনব কৌশলে মফিজুল সিকদারকে গ্রেফতার করেছে এবং তাকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
Comments