Image description

বঙ্গ স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার ‘বিনোদিনী’। এক রাতের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে রহস্য, অনিশ্চয়তা আর শিহরন দর্শকদের জন্য নিয়ে এসেছে এক রোলারকোস্টার অভিজ্ঞতা।

গল্পে দুই ভিন্ন জগতের দুই চরিত্র—গেস্টহাউস কর্মী পলাশ ও তারকা অভিনেত্রী এশা। আকস্মিকভাবে তাদের পথ এক হয়ে যায়, এবং ভাগ্যের মোড়ে তারা জড়িয়ে পড়ে এমন এক ভয়াবহ রহস্যে, যেখান থেকে ফেরার পথ নেই। কে শিকার আর কে শিকারি—এই প্রশ্ন দর্শকদের তাড়া করবে শেষ মুহূর্ত পর্যন্ত।

নির্মাণ করেছেন সৈয়দ ফরহাদ। অভিনয়ে রয়েছেন মনোজ প্রামাণিক, ইমতিয়াজ বর্ষণ ও প্রিয়ন্তী উর্বী। উর্বী বলেন, “‘বিনোদিনী’ শুধু থ্রিলার নয়, এটি মানুষের অন্ধকার, লোভ আর টিকে থাকার প্রবৃত্তির গভীর চিত্র তুলে ধরে। পলাশ কি রহস্য উন্মোচন করতে পারবে, নাকি এশার সঙ্গে ডুবে যাবে অপরাধের অতলে—এই প্রশ্ন দর্শকদের মনে থাকবে।”