Image description

বলিউডের অন্যতম তারকা জুটি ছিলেন আরবাজ খান-মালাইকা আরোরা। তবে এ তারকা জুটির বিচ্ছেদ হয় ২০১৬ সালে। এরপর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা তবে সে সম্পর্কও টেকেনি। এদিকে ২য় বিয়ে করেন আরবাজ খান।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আরবাজ-মালাইকা। এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তিনি সারা জীবনই আরবাজের সঙ্গে দাম্পত্যে থাকতে চেয়েছিলেন। কিন্তু তা আর হয়নি। সেই দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ জানালেন।

এক সাক্ষাৎকারে মলাইকা বলেন, ‘আমার বিয়ে সারা জীবনের জন্য টিকে গেলে আমার ভালই লাগত কিন্তু তা হয়নি তার মানে আমি ভালবাসায় আস্থা হারিয়েছি, তা নয়। আমি অনুতাপ করছি অতীতের সম্পর্ক নিয়ে, তাও নয়। যা হওয়ার ছিল তা হয়ে গেছে।’

আরবাজ ও মলাইকা দু’জনেই চেয়েছিলেন সম্পর্ক ঠিক করতে। শেষের দিকে সমস্যা করে একসঙ্গে পথ চলার কথা ভেবেছিলেন। কিন্তু শেষে দু’জনেই বুঝতে পারেন, এই সম্পর্ক টেকার নয়। 

মলাইকার কথায়, ‘একটা সময়ের পরে আমরা দু’জনেই বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে তো খুশি রাখতে হবে। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।’

অভিনেত্রীর মতে, ‘অন্যদের কাছে স্বার্থপর মনে হতে পারে। কিন্তু আমার যেটা ঠিক মনে হয়েছে, সেটাই করেছি। এই সিদ্ধান্তই আমাকে আরও ভালো হতে সাহায্য করেছিল। আমার ছেলেও এই সিদ্ধান্তে সুখী।’