
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে কিছু ছবি শেয়ার করার পর নেটিজেনদের একাংশ তাঁকে পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।
নেটিজেনদের মন্তব্যে বিরক্ত হয়ে বৃহস্পতিবার ফেসবুকে মাহি লেখেন, "একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ।" তিনি আরও যোগ করেন, পোশাক বা ভঙ্গি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করে বরং স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।
গণমাধ্যমের কাছে মাহি বলেন, "এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! সবার দৃষ্টিভঙ্গি তো আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ।" তিনি জানান, ছবিগুলো 'সুইট কলিগ' নামের একটি নাটকের, যা পরিচালনা করেছেন সকাল আহমেদ।
Comments