Image description

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাবা মোহাম্মদ আসলাম ৭৭ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার (১২ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান টুডের প্রতিবেদন অনুযায়ী, মরহুমের জানাজা লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

আতিফের বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, সহশিল্পী এবং শোবিজ অঙ্গনের তারকারা গায়ককে সমবেদনা জানাচ্ছেন।

২০০০-এর দশকের শুরুতে ‘জলপরী’ অ্যালবামের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা আতিফ আসলাম উপমহাদেশের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। বলিউড এবং কোক স্টুডিওসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার গান বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। শুধু পাকিস্তানে নয়, ভারত ও বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। বেশ কয়েকবার বাংলাদেশে এসেও পারফর্ম করে গেছেন এই শিল্পী।