
হঠাৎ করে নতুন আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা বেড়েছে। এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।
সোমবার (২৫ আগস্ট) হিলি স্থলবন্দর এবং স্থানীয় বাজারগুলোতে দেখা যায়, আমদানি করা পেঁয়াজের সরবরাহ থাকলেও দাম চড়া। ইন্দোর জাতের পেঁয়াজ যা আগে ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ৫৫ টাকায় পৌঁছেছে। নাসিক জাতের পেঁয়াজ ৫৫ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা হয়েছে। অন্যদিকে, দেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে বেড়ে মানভেদে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, সরকার হঠাৎ করেই নতুন আইপি দেওয়া বন্ধ করায় তারা ক্ষতির মুখে পড়েছেন। যে অল্প কিছু ট্রাকের পেঁয়াজ আগে পাওয়া অনুমতিতে আসছে, তা বাজারের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। তিনি দ্রুত নতুন আইপি দেওয়ার দাবি জানান।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল বলেন, আমদানি শুরুর পর দাম কমতে শুরু করলেও এখন আবার তা বাড়ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, ১৯ আগস্টের পর থেকে নতুন করে কোনো আইপি ইস্যু করা হয়নি। তবে আগে অনুমতি পাওয়া আইপির অধীনে আমদানি এখনো চলছে। হিলি কাস্টমস সূত্র জানায়, এখন পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
Comments