Image description

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ঋণখেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। বুধবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের 'ইউ পেনশন' অ্যাপ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে এক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) একটি বড় সমস্যা। তিনি মহিউদ্দিন খান আলমগীরের উদাহরণ দিয়ে বলেন, তিনি পাঁচ বছর এই ঋণখেলাপির বিষয়েই কাটিয়ে দিয়েছেন।

আগামী নির্বাচনে কালো টাকার বিস্তার রোধে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো টাকার দুটি বিষয়— উৎস এবং প্রক্রিয়া। উৎস অনেকটা বন্ধ হয়েছে। আগে একজন ব্যক্তিই ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, সংবাদপত্রের মালিক এবং ফ্ল্যাটের মালিক হতেন। এখন এটি হচ্ছে না এবং কিছুটা 'চেক অ্যান্ড ব্যালেন্স' চালু হয়েছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভরশীল। যদি রাজনীতিবিদরা টাকা দিয়ে মনোনয়ন ও ভোট দেওয়ার সংস্কৃতি চালু রাখেন, তাহলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে একা কিছু করা সম্ভব নয়।