Image description

সিলেটের জনপ্রিয় সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে চুরি ও লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।

বুধবার রাত ১২টার পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে এই পাথরগুলো জব্দ করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান ও চেকপোস্ট বসিয়েছেন। তাদের মূল লক্ষ্য হলো সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা এবং অবৈধ উত্তোলন বন্ধ করা। তিনি বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে তারা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছেন।

একইদিন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলন ঠেকাতে আরেকটি অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০০টি নৌকা ভেঙে ফেলা হয় এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয়। তিনি জানান, অবৈধ উত্তোলন রোধে এই অভিযান অব্যাহত থাকবে।