Image description

অতিরিক্ত দামে এয়ার টিকিট বিক্রির অভিযোগে এলহাম ট্রাভেল কর্পোরেশনের মালিক মো. জোমান চৌধুরী ওরফে জুম্মনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সৌদি আরবগামী ফ্লাইটের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ জামীল স্বাক্ষরিত নোটিশে বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এলহাম ট্রাভেলের মালিক জোমান চৌধুরীকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্ত্রণালয় জানায়, ছুটি, রমজান ও ওমরাহ মৌসুমে টিকিটের মূল্য নিয়ন্ত্রণে রাখার সরকারি নির্দেশনা অমান্য করে এলহাম ট্রাভেল অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করেছে, যা যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল। মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বরদাশত করবে না বলে জানিয়েছে।

জানা গেছে, জোমান চৌধুরী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব ও বক্তৃতা দিয়েছেন। গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি আবেগঘন বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মৃতি সংসদের কার্যকরী কমিটির সদস্য।

সূত্রের দাবি, উচ্চ মূল্যে টিকিট বিক্রির মাধ্যমে জোমান নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এর আগেও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সমর্থনের কারণে তদন্ত বন্ধ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

মো. জোমান চৌধুরী ওরফে জুম্মন বর্তমানে মতিঝিলে অবস্থিত বিকন ট্রাভেলসে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আওয়ামী লীগের তেজগাঁও-রমনার সাবেক এমপি ডা. ইকবাল। তবে, সম্প্রতি বিকন ট্রাভেলসের বিরুদ্ধে টিকিট সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের তথ্য পাওয়া যায়নি।