
রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামের দুই যুবক আহত হয়েছেন। তাঁরা দুজনই একটি বায়িং হাউসে চাকরি করেন।
গতকাল সোমবার রাত পৌনে দশটার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।
আহতের হাসপাতালে নিয়ে যাওয়া তাদের সহকর্মী হাসনাইন ইসলাম বলেন, ‘গতকাল রাত পৌনে দশটার দিকে ঢাকা উদ্যান দুই নাম্বার রোডের ডি ব্লকের বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যেতে চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায় এবং চিৎকার শুরু করে। পরে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বর্তমানে ফয়সাল ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, জহিরুল চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
Comments