Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে (জায়েদ নূর) প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে তাকে প্রত্যাহার করে চট্টগ্রামের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ গণমাধ্যমকে  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার ছাত্রলীগের এক নেতাকে আগের দিন রাতে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কর্মীরা আহত হলে বুধবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে শুরু হয় আন্দোলন। ওসির অপসারণের দাবিতে সকালে পটিয়া থানা ঘেরাও করা হয় এবং পরে বাইপাস এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।

আন্দোলনকারীরা পরে ওসির পাশাপাশি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা এসপির অপসারণ দাবি করে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় বেধে দেন। এরপরই রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হল।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে রাঙামাটির একজন ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা।

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজনার মধ্যে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিষয়টি আইন অনুযায়ী সমাধানের চেষ্টা করা হয়েছিল। বিক্ষুব্ধরা পুলিশের ওপর চওড়া হয় এবং থানার জানালার আয়না ভাঙচুর করে।

এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। পরে সকালে পটিয়া থানা ঘেরাও করা হয়। বিক্ষোভকারীরা বাইপাস এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।

একই সঙ্গে বিকালে নগরীর খুলশী ৪ নম্বর সড়কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈছাআ এর কর্মীরা। বিক্ষোভকারীরা ডিআইজিকে তার কার্যালয় থেকে নেমে তাদের দাবি শোনার আহ্বান করে।

ডিআইজি তার কার্যালয় থেকে না আসায় তারা বিকাল ৪টার দিকে জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ সড়কে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার পর সড়ক ছাড়েন তারা।

সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে যারা দায়ী হবেন তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।