Image description

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান বলেছেন, "মাজা ভাঙ্গা নেতা দিয়ে কখনো এলাকার উন্নয়ন হবে না। সংসদে হিম্মত নিয়ে কথা বলার মতো নেতা আমাদের নেই। তাই আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। আমাদের নেতারা অধিকার আদায়ে ও কথা বলার ক্ষেত্রে মেরুদণ্ডহীন।"

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে গণ অধিকার পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে বলেন, "২০২৫-২০২৬ অর্থ বছরে বাজেটের ৫১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে চট্টগ্রামে। বাকি ৪৯ শতাংশ সারা দেশের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সব শেষ হতে হতে ঠাকুরগাঁওয়ের ঝুলিতে কিছু থাকবে না। আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি তাহলে কিয়ামত পর্যন্ত অবহেলিত থাকবো? আমাদের কেন উন্নয়ন হয় না, এটা আমাদের বুঝতে হবে। সে জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের আরও সচেতন হতে হবে।"

তিনি আরও বলেন, "এমপি-মন্ত্রী ও নেতাদের সামান্য সর্দি কাশি হলেই চিকিৎসার জন্য চলে যান সিঙ্গাপুর, কানাডায়। আমাদের কথা তারা ভাবেন না। ক্ষমতা পাওয়ার পরেই তারা পরিবর্তন হয়ে যান। যার দরুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো সুচিকিৎসা হয় না। রোগীদের বেডে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে।"

এ সময় গণ অধিকার পরিষদের পৌর সভাপতি আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুস সোবহান, সিনিয়র সহসভাপতি আব্দুল গফফার, আশা মনি, পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম এবং সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে ফারুক হাসান ও তার দলের নেতাকর্মীরা পৌর শহরের পশ্চিম চৌরাস্তা বটতলা এলাকায় একটি পথসভা করেন এবং ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুস সোবহানের নির্বাচনী প্রচারণা চালান।