
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এটা ভাবার কোনো কারণ নাই যে রাজপথে, তৃণমূলে কেবল একটাই দল আছে। বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, নাগরিক শক্তির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারবে না।’
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পদযাত্রা শেষে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আগামী নির্বাচনের আগেই বিচার, সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে নতুন একটা সংবিধান লাগবে। আওয়ামী লীগের সংবিধান, মুজিববাদের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান আমার-আপনার অধিকার রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান জনগণের সংবিধান নয়, ফলে সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না।’
তিনি বলেন, ‘আমরা বলছি মৌলিক সংস্কার আনতে হবে রাষ্ট্রের। সংস্কারের মধ্যে দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে।’
Comments