
কক্সবাজারের খুরুশকুলে আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে আলী আকবর নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এনসিপির স্থানীয় নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত আলী আকবর স্থানীয় কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আটককৃতরা হলেন, রাইয়ান কাশেম, তার চাচা তানভীর কাশেম এবং হ্যাচারির নৈশ প্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ান এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।
নিহত আলী আকবরের পরিবারের অভিযোগ, মাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
তবে হামলার পূর্বে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির চেষ্টার সময় নিরাপত্তা কর্মীরা আলী আকবরকে হাতেনাতে ধরে ফেলে। তিনি আরও বলেন, আলী আকবর প্রথমে নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে তারা পাল্টা আঘাত করে, যার ফলে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান জানান, এই ঘটনায় তাৎক্ষণিক রাইয়ান কাশেম, তানভীর কাশেম, হোসাইন ও মিজান নামের চারজনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রাতেই মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি ইলিয়াস খান আরও জানান, উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করার জন্য এনসিপি নেতা রাইয়ান কাশেমকে পুলিশ হেফাজতে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে মামলায় আসামি করা হবে।
Comments