Image description

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান এবং তার স্ত্রী মোছা. নার্গিস খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সোমবার(৫ মে) ঢাকা মহানগরীর জ্যেষ্ঠ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান এদিন আদালতে মঞ্জুর আহসান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, মঞ্জুর আহসানের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, তাদের বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং অভিযুক্ত মোহাম্মদ মঞ্জুর আহসান ও মোছা. নার্গিস খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।